ইন্ডিয়ার বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা
আন্তজার্তিক ডেস্ক:
ভারতে মুম্বাই থেকে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি সকাল ৮টার দিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। সাড়ে ৭টার সময় পাইলট জানান যে, ওই প্লেনে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। পরে প্লেনটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। বিমানবন্দর সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ফ্লাইট থাকা ১৩৫ যাত্রীদের সরিয়ে নেয়া হচ্ছে। তবে ওই প্লেনে সন্দেহজনক কোনো বস্তুর সন্ধান পাওয়া যায়নি। কে বা কারা বোমা রাখা রয়েছে বলে হুমকি দিয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি। অন্য যাত্রীদের নিরাপত্তায় বিমানবন্দরে জরুরি পরিস্থিতি জারি হয় হয়। কিন্তু এ কারণে বিমান পরিষেবা ব্যাহত হয়নি।