বাংলাদেশে এই মুহূর্তে বিশ্বকাপ আয়োজন হবে ভুল সিদ্ধান্ত,বললেন অস্ট্রেলিয়া অধিনায়ক
স্পোর্টস ডেস্ক:
আগামী অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপটা কি বাংলাদেশে হবে? বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচিত বিষয় এটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিক থেকে বারবার দাবি করা হচ্ছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও বলেছেন, বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বকাপ আয়োজন হবে বড় মাইলফলক। কিন্তু বাংলাদেশে চলমান রাজনৈতিক পালাবদল ও এর ফলে সৃষ্ট নিরাপত্তাশঙ্কায় বিশ্বকাপটা বাংলাদেশে আয়োজন করা নিয়ে দোলাচলে আইসিসি, এরই মধ্যে বিকল্প ভেন্যু খুঁজছে তারা।
এর মধ্যে অস্ট্রেলিয়ার মেয়েদের দলের অধিনায়ক অ্যালিসা হিলি আজ বললেন, বাংলাদেশে এই মুহুর্তে বিশ্বকাপ আয়োজন করা হলে সেটি তাঁর চোখে হবে ভুল সিদ্ধান্ত।
বাংলাদেশে গত জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর যে কয়টি দেশ তাদের জনগনের উদ্দেশে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে, যুক্তরাজ্য ও ভারতের পাশাপাশি তেমন একটি দেশ অস্ট্রেলিয়াও।
বিশ্বকাপ বাংলাদেশে হবে কি না, না হলে কোথায় হবে – এসব ব্যাপারে আইসিসি এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার কথা। ভারতকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও তারা তাতে রাজি হয়নি। দৌড়ে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার নাম শোনা যাচ্ছে। জিম্বাবুয়েও আগ্রহের কথা জানিয়েছে।
এর মধ্যে আজ অস্ট্রেলিয়া অধিনায়ক হিলি বলেছেন, ‘এই মুহূর্তে ওখানে ক্রিকেট খেলা হওয়াটাই আমার কাছে কঠিন মনে হচ্ছে। দেশটার এই মুহুর্তে সব সম্পদের সঠিক ব্যবহার দরকার, সেখান থেকে কিছু বের করা ঠিক হবে না। ওখানে মানুষ মারা যাচ্ছে, ওদের এখন সবাইকে পাশে দরকার।’
শেখ হাসিনার সরকারের পতনের আগে ও এর পরের কয়েকদিনও আন্দোলনকে ঘিরে শত শত মানুষ মারা গেছেন, আহত হাজারো মানুষ। হিলি বলছেন, ‘একজন মানুষ হিসেবে ওখানে এখন খেলাটাই আমার কাছে ঠিক মনে হচ্ছে না। আমার চোখে এটা হবে ভুল সিদ্ধান্ত। তবে কী হবে না হবে সেটা ঠিক করার ভার তো আইসিসির।’
আগামী সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। হিলি আত্মবিশ্বাসী, বিশ্বকাপ বাংলাদেশে হোক বা যেখানেই হোক, তাদের দল মানিয়ে নিতে পারবে। এ বছরের শুরুর দিকে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়ার মেয়েদের দল।
এদিকে ইংল্যান্ডের মেয়েদের দলের অধিনায়ক হিদার নাইট বলেছেন, যদি বাংলাদেশের বদলে বিশ্বকাপটা সংযুক্ত আরব আমিরাতে হয়, সেক্ষেত্রে তাঁর চোখে কন্ডিশনটা বাংলাদেশের চেয়ে খুব বেশি ভিন্ন হবে না।