আশাশুনিতে ফ্রি চক্ষু চিকিৎসা
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে এ ক্যাম্প পরিচালননা করা হয়। সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে নাম রেজিস্ট্রশন, চিকিৎসা প্রদান এবং ছানি রোগি বাছাই করা হয়।ক্যাম্পে ২ শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন, ঔষধ, কালো চশমা, যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা প্রদান করা হবে। এসব রোগিদের ছানি অপারেশন করানোর জন্য সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নেওয়া হয়। আশাশুনি ইয়াং সোসাইটির সহযোগিতায়, গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে ফ্রি চিকিৎসা ও রোগী বাছাই ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ মাওঃ নুরুল আফছার মুর্তাজা। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। এসময় অন্যদের মধ্যে মেম্বার তারিকুল আওয়াল সেজে, শরিয়াতুল্লাহ, সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ, ইয়াং সোসাইটির উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান, ছাত্রশিবির সভাপতি মোখলেসুর রহমান, আতিকুর রহমান শাওন প্রমুখ উপস্থিত ছিলেন। রোগীদের সেবা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাঃ সুস্মিতা মন্ডল কুন্ডু, আরাফাত হোসেন, ঝর্না খাতুন আব্দুস সালাম ও আজিজুল হক।