১৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ
স্পোর্টস ডেস্ক:আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি ১৮৭৭ সালের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মাঠে গড়িয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে ঐ খেলায় ৪৫ রানের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটের ১০০ বছর পূর্তিতে মেলবোর্নে ১৯৭৭ সালে । মেলবোর্নে কাকতালীয়ভাবে সেই ম্যাচেও অজিরা ৪৫ রানে জিতেছিল। এবার টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আবারো হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথ।ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ভিক্টোরিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে। ইতিহাসের প্রথম টেস্ট ১৮৭৭ সালের ১৫ মার্চ শুরু হয়েছিল। শতবর্ষ পূর্তির টেস্ট শুরুর দিনটি ছিল ১২ মার্চ। দেড়শ বছর পূর্তির টেস্টটিও মার্চে আয়োজিত হবে।যদিও দেড়শ বছর পূর্তির টেস্ট ম্যাচটি ২০২৭ সালের মার্চে আয়োজন করাটা অস্ট্রেলিয়ার জন্য খুব সহজ হবে না। কারণ ঐ সময় বাংলাদেশের বিপক্ষে দলটির হোম সিরিজ রয়েছে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অন্তর্ভুক্ত। এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২৪-২৫ থেকে ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত পুরুষদের বিভিন্ন আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে, টি-২০ এবং অন্যান্য ম্যাচের জন্য ভেন্যু বরাদ্দের ঘোষণা দিয়েছে। এ সময়ের ভেতর মেলবোর্নে প্রতি বছর হবে বক্সিং ডে টেস্ট। নববর্ষ টেস্টের ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)। পার্থের অপটাস স্টেডিয়াম আগামী তিন মৌসুমের জন্য মৌসুমের উদ্বোধনী টেস্ট আয়োজন করবে।ব্রিজবেনে ২০৩২ সালে বসবে অলিম্পিকের আসর। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরকে সামনে রেখে গ্যাবার স্টেডিয়াম পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরবর্তী দুটি মৌসুমে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের পর এই ভেন্যুতে ম্যাচ আয়োজন বন্ধ থাকবে । ২০৩০ সালে পুনর্নির্মাণ কাজ শেষ হবে। ২০২৫-২৬ মৌসুমে অ্যাডিলেডে অ্যাশেজের একটি টেস্ট দিবারাত্রির হতে পারে। যদিও এ ব্যাপারে কোনো নিশ্চয়তা মেলেনি।