দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা আসিফ মাহমুদের
স্পোর্টস ডেস্ক:দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।আসিফ মাহমুদ জানান, দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরির মাধ্যম হতে পারে স্পোর্টস ইনস্টিটিউট, এমন ভাবনা থেকেই উদ্যোগটি নেয়া।নতুন ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, বৈধতার ভিত্তিতে কীভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তন আনা যেতে পারে সেটি নিয়ে বিশ্লেষণ চলছে। সমাধানের পথ খোঁজা হচ্ছে।তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। কোনো একটা সমাধানে না পৌঁছানো পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। ক্রীড়াঙ্গনে দুর্নীতি-অনিয়মের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ।