আশাশুনিতে খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ্ও সমাবেশ
আশাশুনি প্রতিনিধিঃ ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার শাখার বিভিন্ন সংগঠনের আয়োজনে শনিবার বিকালে আশাশুনি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আশাশুনি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের প্রধান সমস্বয়ক আইনুল ইসলাম নান্টা, আশাশুনি উপজেলার বিএনপির আহবায়ক আছিফুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড.কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের সভাপতি আহসান কাদীর স্বপ্ন, জেলা ছাত্র দলের সভাপতি শরিফুজ্জামান সজীব, আশাশুনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল আহসান,সদস্য সচিব জাকির হোসেন বাবু,পৌর বিএনপির আহবায়ক মাছুম বিল্লাহ শাহীন,রহমান, শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।