ঘরোয়া ৩ মিশ্রণেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল
লাইফস্টাইল ডেস্ক:
শীত আসার আগেই ত্বকের যত্ন নিতে হবে। তবে শুধু মুখের নয় পুরো শরীরের বিশেষ করে হাতের। তাই বাড়িতেই নিয়মিত এক্সফোলিয়েট বা মরা কোষ তুলে ফেলতে পারেন। এ ক্ষেত্রে রাসায়নিক কোনো প্রোডাক্টের ওপর ভরসা নাও করতে পারেন। যদি নিয়ম করে বেসনের সঙ্গে কিছু উপাদান মিশিয়ে মাখতে শুরু করেন, তবে পার্লারে গিয়ে খুব একটা খরচ করতে হবে না। ঘরেই বানিয়ে ফেলুন স্ক্রাব। গোসলের সময় ত্বকে লাগিয়ে নিন।
বেসনের সঙ্গে আর কী কী মিশিয়ে স্ক্রাব তৈরি করতে পারেন?
১. বেসন এবং হলুদের স্ক্রাব
২ টেবিল চামচ বেসনের সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং টক দই ভালো করে মিশিয়ে নিন। গোসলের আগে সারা শরীরে মেখে নিন এই মিশ্রণ। কিছুক্ষণ রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
২. বেসন এবং মধুর স্ক্রাব
২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল মধু এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। গোসলের আগে সারা শরীরে মেখে নিন এই মিশ্রণ। স্পর্শকাতর ত্বক হলে মুখে মাখার দরকার নেই। কিছুক্ষণ রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
৩. বেসন এবং শসার স্ক্রাব
অর্ধেক শসা ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন ২ টেবিল চামচ বেসন। মুখে, হাতে চাইলে গোটা শরীরেই মাখতে পারেন এই মিশ্রণ। গোসলের কিছুক্ষণ আগে মেখে রেখে দিন। মিনিট ২০ পর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।