সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় রুপার গহনা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকালে সদর উপজেলার মাদরা সীমান্ত থেকে রুপ উদ্ধার করে ।সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, বাংলাদেশে অভ্যন্তরে চান্দা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা রুপার গহনা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে এমন সংবাদ পেয়ে মাদরা কোম্পানী কমান্ডার সুবেদার কাজী বদরুল আলম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সেখানে অবস্থান করে।এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে রুপার ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৯ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনার ওজন ০৯ কেজি ২০০ গ্রাম যার আনুমানিক মূল্য ১৩,৫২,৪০০/- (তের লক্ষ বায়ান্ন হাজার চারশত) টাকা।এ ব্যাপারে কলারোয়া থানায় জিডি করে রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দ্ওেয়া হয়েছে।