সাতক্ষীরায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন কর্মসুচি পালিত
নিজস্ব প্রতিনিধি ঃসচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বেসরকারী সংগঠন পিজিএফ ও সুজনের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, দ্য হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান।সুজন জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে ছয় দফা লিখিত দাবী পেশ করেন, সুজন এর সদর উপজেলা সমন্বয়ক অধ্যক্ষ পবিত্র মোহন দাস। মানববন্ধনে বক্তব্য রাখেন, দ্য হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জুসহ হাঙ্গার প্রজেক্ট, পি এফ জি ও সুজনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।