ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না—— পররাষ্ট্র সচিব
ডেস্ক রিপোর্ট:অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, যাদের সঙ্গে যে ধরনের চুক্তি বা কমিটমেন্ট আছে সেগুলো অবশ্যই রক্ষা করতে হবে। শেখ হাসিনা ভারতে থাকলেও ঐ দেশের সঙ্গে সম্পর্ক নষ্টের কোনো কারণ নেই।সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত বিদেশি কূটনৈতিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।তৌহিদ হোসেন বলেন, নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা খুবই ইতিবাচক। সরকার বিদেশিদের সঙ্গে করা সকল চুক্তি সমঝোতা সবই ধারাবাহিকভাবে রক্ষা করে যাবে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক দেশের পর্যবেক্ষণ আছে। আগামী দিনে মানবাধিকার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।পররাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, উপদেষ্টা পরিষদে দায়িত্বপ্রাপ্তরাই দেশের জন্য কাজ করছেন। দেশের পরিস্থিতি বাইরের কারো নিয়ন্ত্রণে নেই। অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সব মৃত্যু ও সহিংসতার জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এই প্রক্রিয়াগুলোকে সুষ্ঠু ও নির্বিঘ্নে সহজতর করার জন্য যথাযথ সমর্থন পেতে জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্ত থাকবো।