দরগাহপুরে মৎস্য ঘেরে ভাংচুর মাছ লুট ও জবর দখলের অভিযোগ
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে মাছের ঘেরে ভাংচুর চালিয়ে মাছ লুট ও জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘের মালিক দখলকারীদের হুমকীতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।অভিযোগে প্রকাশ থাকে যে, কাদাকাটি গ্রামের রনজিৎ সরকারের পুত্র তন্ময় সরকার পৈত্রিক সূত্রে প্রাপ্ত রামনগর মৌজায় ১৫ নং খতিয়ানে সাবেক ৯১৪ নং দাগে ৯৯ শতক জমিতে দীর্ঘকাল মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন। প্রতিপক্ষ একই গ্রামের রবিউল ইসলাম, হযরত আলীর নেতৃত্বে ১২/১৪ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ৭ আগস্ট বিকাল ৪.৩০ টার সময় ঐ মৎস্য ঘেরে হামলা চালিয়ে ঘেরের বাসা ও মালামাল ভাংচুর করে ঘেরের মাছ লুট করে নেয়। ঘেরের পাহারাদারকে জীবন নাশের হুমকী দিলে পাহারাদার প্রাণ ভয়ে পালিয়ে যায়। এসময় তারা ঘের থেকে অনুমান ৭০/৮০ হাজার টাকার বাগদা ও সাদা মাছ মেরে নেয় এবং ঘেরের বাঁধ কেটে দেয়। ঘের কর্মচারী কুমারেশ সরকার জানান, তিনি ঘেরে পাহারায় ছিলেন। একদল লোক লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে হামলা চালিয়ে বাসা, বাঁধ ভাংচুর ও মাছ লুটপাট করে। তিনি পালিয়ে জীবনে রক্ষা পেয়েছেন। আনন্দ মোহন সরকার জানান, ঘটনার দিন হঠাৎ করে হামলা চালায়। কর্মচারী পালাতে সক্ষম হলেও আক্রমনকারীরা বাংচুর, লুটপাট করে এবং ঘের জবর দখলে নিয়েছে।
এব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থাসহ উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।