তালায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার ২ বিএনপির নেতা
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই জন নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৩আগষ্ট) উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,সংগঠন বিরোধী কার্যকলাপ,শৃঙ্খলা পরিপস্থী ও অপরাধ মুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সহ- শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম মঙ্গলবার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপ,শৃঙ্খলা পরিপস্থী ও অপরাধ মূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক রিয়াজুল ইসলামকে সাময়িক বহিস্কার করা হয়।তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় বিষয়টি নিশ্চিত করে জানান,দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যাক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসকল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে সাময়িকভাবে অব্যবহিত দেওয়া হয়েছে।উল্লেখ্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা এক দাবি আদায়ে গত সোমবার(৫আগস্ট) ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পরিপ্রেক্ষিতে সারাদেশে ন্যায় তালা উপজেলায় সংহিসতা ছড়িয়ে পড়ে। এসময় এক দল দুষ্কৃতকারী কৃতক উপজেলার বিভিন্ন স্থানে লুটপাট, ভাংচুরসহ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।