খলিশাখালীতে ভূমিহীনদের উপর সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিনিধি: খলিশাখালীতে ভূমিহীন পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে খলিশখালী এলাকার ভূমিহীন নেতা সাইফুল, মুহিব হাসান, রিয়াজ আহমেদ, আল আমিন, রুস্তম সরদার, তামিম শাহারিয়ার ও আব্দুল মজিদের পরিবারের উপর আতর্কিতভাবে হামলা চালায়। এসময় সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে ছিলেন নলতা ইউপি চেয়ারম্যান আরিজুলের পোষ্য ভূমিদস্যু হালিমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শতাধিক সন্ত্রাসী এ হামলা চালায়। হামলার সময় হালিমের নেতৃত্বে থ্রি নট থ্রি রাইফেল নিয়ে ১৫-১৬ রাউন্ড গুলি ছোড়ে এবং বোমা মারা হয়। এসময় কয়েকটি ভূমিহীন পরিবারের ঘরবাড়ি ভাংচুর ও পুড়িয়ে দেওয়া হয়। সন্ত্রাসীদের হামলায় আহত ভূমিহীন নেতা সাইফুল, মুহিব হাসান, রিয়াজ আহমেদ, আল আমিন, রুস্তম সরদার, তামিম শাহারিয়ার ও আব্দুল মজিদসহ আহতদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সরেজমিনে গিয়ে স্থানীয়দের জানা যায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় ভূমিহীনদের উপর আতর্কিত হামলা করা হয় এবং বসতবাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, এর আগে ২০২১ সালেও ভূমিহীদের উচ্ছেদ করতে হামলা করা হয়।