কালীগঞ্জে যুবলীগ নেতার বাড়ি ভাঙচুর, হামলার ঘটনা সহ একাধিক ঘটনায় সেনা ক্যাম্পে অভিযোগের পাহাড়
কালিগজ্ঞ প্রতিনিধি : যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমানে বাড়িতে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলা লুটপাট, বোমা বিস্ফোরণ ও অগ্নি সংযোগের ঘটনা সহ উপজেলা জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক সহ হিন্দুদের বাড়ি, দোকানে হামলা, লুটপাট, ভাঙচুর জমি দখলসহ নানান ঘটনায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পাওখালি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে অভিযোগের পাহাড় জমা হয়েছে। প্রতিদিন ভুক্তভোগীরা এই অভিযোগ জমা দিতে এসে শত শত নারী-পুরুষ সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কোটাবিরোধী আন্দোলনে দেশব্যাপী ছাত্র-ছাত্রীদের দাবির মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিমান যোগে ভারতের পালিয়ে যাওয়ার পর হতে পুরা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলাও হয়ে ওঠে উত্তাল। ঐ দিন রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য শেখ সিদ্দিকুর রহমানের বাড়িতে রাত আনুমানিক ১২ টার দিকে স্থানীয় একজন জনপ্রতিনিধির নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন দুর্বৃত্ত বাড়ির গেট ভেঙে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভিতরে ঢুকে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন করে নিয়ে যায়। এ বিষয়ে সেনা ক্যাম্পে অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার দুপুরে ক্যাম্প অধিনায়ক মেজর লিখন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়াও ওই ৫ই আগস্ট উত্তর কালিগঞ্জ হাসপাতাল সড়কে মা লক্ষী ভান্ডারের মালিক বরুন কুমার ঘোষের দোকান ও মুড়ির মিলের সিসি ক্যামেরা রাত্রি ১১ টার দিকে দুর্বৃত্তরা ভেঙে দিয়ে যায়। রবিবার সকাল ১ টার দিকে দুর্বৃত্তরা দোকানে হামলা ভাঙচুর করে প্রায় ২ কোটি টাকার চাউল মুড়ি সহ বিভিন্ন মোটর সহ মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। এ ব্যাপারেও গত ৯ আগস্ট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছে। গত ৫ আগস্ট রাত থেকে উপজেলার ১২ টা ইউনিয়নের বিভিন্ন আওয়ামী লীগ নেতা সহ বহু হিন্দুদের জমি দখল, বাড়ি দখল, ভাঙচুর, লুটপাটের ঘটনায় সেনা ক্যাম্পে অভিযোগ দিলেও আজও কোন প্রতিকার পাইনি বলে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান। তবে গত সপ্তাহ জুড়ে কালিগঞ্জ থানার কোন কার্যক্রম না থাকায় এবং প্রশাসন স্থবির থাকায় মানুষ খুন করলেও অভিযোগ জানানোর কোন জায়গা ছিল না।এ ঘটনার পর থেকে উপজেলার শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতারা বাড়ি ছেড়ে কেউ ভারতে কেউ দূরে আত্মগোপনে অবস্থান করছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে সব সময় ভীতি আতঙ্ক বিরাজ করছে। গতকাল থেকে কালিগঞ্জ থানার পুলিশ সদস্যরা পুনরায় কাজে যোগদান করায় এবং উপজেলা জুড়ে সেনা টহলের কারণে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এখনো পর্যন্ত দেখা গেছে থানার পাহারায় আনসার সদস্যরা এবং বাহিরে সার্বক্ষণিক বিজিবি সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে। এরমধ্যে গতকাল দুপুরে বাঁশতলা বাজারে ফেলে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী মোসলেম আলীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা মামলার বাদী জাকির হোসেন কে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।