আওয়ামী লীগের পুনর্গঠনে সমস্যা নেই, বিশৃঙ্খলা হলে কঠিন পরিণতি
ডেস্ক নিউজ:
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে পুনর্গঠনের প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। এতে কোনো সমস্যা নেই। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিণতি ভালো হবে না।
সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের খোঁজ নেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ অনেক বড় দল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দলটির প্রতি আমার শ্রদ্ধা আছে। আওয়ামী লীগ এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল। এটা জাতীয় সম্পদ। এটা বাংলাদেশের সম্পত্তি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় দলকে নষ্ট করবেন না, নষ্ট করার অধিকার আপনাদের নেই। এমন কিছু করবেন না, যেন আপনাদের জীবন বিপন্ন হয়। আপনারা দল সংগঠিত করে নির্বাচনে অংশ নেন। আর কোনো মৃত্যু আমরা চাই না।
এম সাখাওয়াত হোসেন বলেন, দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন না। দেশের মানুষ এত তাড়াতাড়ি ঘটনা ভুলে যায়নি। ভুলতে আরো সময় লাগবে। পাল্টা অভ্যুত্থান করতে গেলে আরো রক্ত ঝরবে।
ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়ে তিনি বলেন, যা ঘটেছে তার জন্য শুধু কমিটি নয় আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সহায়তা চাইতে হবে। কাদের হুকুমে এটা হলো? বেসামরিক পোশাকে আনসার এলাকায় গিয়ে তাদের গুলি করা হলো। এটা খুবই মারাত্মক, উদ্বেগজনক। কারা এ কাজ করলো, সেটা বড় পরিসরে তদন্ত করা দরকার।