সামাজিক সাম্প্রতিক রক্ষায় সংলাপ
ফারুক সাগর,তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে সংলাপটি অনুষ্ঠিত হয়। উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,তালা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর কামরুল ইসলাম। এসময় সংলাপে আরও বক্তব্য রাখেন,তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সন্জয় বিশ্বাস,শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম,উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী,তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: মফিজ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, বিএনপি নেতা শেখ জিল্লুর রহমান,আবুল কালাম,অধ্যাপক মোশারফ হোসেন,মির্জা আতিয়ার রহমান,জামায়াত নেতা মুজিবর রহমান,মোস্তাফিজুর রহমান রিন্টু, শিক্ষক অধ্যাপক রেজাউল করিম,অধ্যাপক অচিন্ত্য সাহা,সাবিনা ইয়াসমিন,গাজী জাহিদুর রহমান, এনজিও প্রতিনিধি সফিকুল ইসলাম,শাহনেওয়াজ কবির শাওন, জাহিদ আমিন,সাংবাদিক এম এ ফয়সাল, জুলফিকার রায়হান,সেলিম হায়দার,শফিকুল ইসলাম,রোকনুজ্জামান টিপু,সেকেন্দার আবুজাফর বাবু, এসএম নাহিদ হোসেন,জনপ্রতিনিধি শিরিনা সুলতানা,ধর্মীয় নেতা প্রদ্যুৎ কুমার,ব্যবসায়ী নেতা আব্দুল মান্নান, মো: আব্দুল্লাহ সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মো: ইদ্রিস আলী,আব্দুল কাদের, যুবক সংগঠনের প্রতিনিধি ইমরান রাব্বী প্রমুখ।এসময় তালা উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর কামরুল ইসলাম বলেন,উপজেলার কোথাও কোনো অরাজকতা,লুটপাট,অগ্নিসংযোগ বিশৃঙ্খরা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের আর যেন কোন প্রকার ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে। কেউ যাতে কোন প্রকার হয়রানি শিকার না। সর্বোপরি সকলের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।
Please follow and like us: