নবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবু কাউসার আশা। দোয়া অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বন্দর থানা বিএনপির সদস্য মোঃহানিফ। তিনি বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সকল শহীদের রুহের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম, জাতি তোমাদের কোনদিন ভুলবেনা,তোমরা জাতির মাঝে চির অমর হয়ে থাকবে। তিনি আরো বলেন, বন্দরের কুশিয়ারা এলাকার কৃতি সন্তান আমার সন্তানের সমতুল্য আবুল হাসান স্বজন বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন আমি তাঁর রুহের আত্মার মাগফিরাত কামনায় করি,আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ব্যহস্ত নসিব করেন। আপনারা সবাই তার ও তার পরিবারের জন্য দোয়া করবেন। উক্ত দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল,মোঃ রাজিব,মোঃ মোস্তাক মোঃ জাকির হোসেন,মোঃ ছালে মুহাম্মদ,মোঃ মিজান,মোঃ রনি,মোঃ মহসিন,মোঃ জাকির,মোঃ রিপন,মোঃ রাকিব,মোঃআজিজ মিয়া,মোঃ মুকুল,মোঃ আলমগীর ও নোয়াদ্দা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন করতে যেয়ে যে সকল শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় করে দোয়া করা হয় ও কুশিয়ারা এলাকার সন্তান আবুল হাসান স্বজল শহীদ হন তার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়। সকল শহীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন শহীদীর মর্যাদায় ব্যহস্ত নসিব করেন।তাদের সকল শহীদ হওয়া পরিবারের জন্য ও দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন নোয়াদ্দা মসজিদের ইমাম মোঃহাফেজ মাওলানা এম এ মামুন।