শ্যামনগরে হিন্দুদের মন্দির পাহারায় ইসলামী ছাত্র আন্দোলন
মোঃ আলফাত হোসেন : শ্যামনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ সরকারি বিভিন্ন দপ্তর নিজেদের উদ্যোগে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর সদর থানা শাখা। সংগঠনের কেন্দ্রীয় প্রধান ফজলুল করিমের নির্দেশে মন্দিরসহ সরকারি স্থাপনা পাহারা দিচ্ছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মঙ্গলবার সকাল থেকে দেশের সব সরকারি-বেসরকারি অফিস আদালত খুলে দেওয়া হয়।
শ্যামনগরের বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা প্রধান গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সংগঠনের ইউনিফর্মধারী সদস্যরা ছাড়াও নেতৃবৃন্দের সহায়তা করতে দেখা গেছে।
সরকারি বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি একেবারেই কম। উপস্থিতিরা গল্প আড্ডায় সময় পার করছেন আলোচনার বিষয়বস্তু সরকারের পতন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার ব্যবস্থাপনায়, সংখ্যালঘু হিন্দুদের মন্দির পাহারায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টা হতে উক্ত শাখার সভাপতি এইচ এম মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম শ্যামনগর হরিচরণ মন্দির, শ্যামনগর মেরারানী চট্টোপাধ্যায় মন্দির, ঈশ্বরীপুর কালী মন্দির সহ শ্যামনগরের বিভিন্ন মন্দিরে ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়।এবং মন্দিরের দায়িত্বশীলদের সাথে তাদের সুবিধা অসুবিধার বিষয় খোঁজখবর নেওয়া হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশে শ্যামনগর সদর থানা সভাপতি হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক জানান, সংগঠনের কেন্দ্রীয় প্রধান ফজলুল করিমের নির্দেশে সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে। আমরা বাঙালি সবাই ভাই ভাই। দেশের এই মুহূর্তে কোনো মহল সংখ্যালঘুদের বাড়িতে কিংবা মন্দিরে যাতে হামলা করতে না পারে সেজন্য আমরা পাহারায় বসেছি। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের সামনে আমাদের সদস্যরা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। কেন্দ্রীয়ভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এ দায়িত্ব পালন করে যাব।
Please follow and like us: