১১ আগস্ট থেকেও হচ্ছে না এইচএসসি পরীক্ষা
ডেস্ক নিউজ:
পিছিয়ে পড়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্ট থেকেও নতুন সময়সূচি অনুযায়ী শুরু হচ্ছে না। দেশের চলমান পরিস্থিতি ও থানায় রাখা প্রশ্নপত্রের ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবারই এ বিষয়ে নোটিশ জারি হতে পারে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংসতার মধ্যে প্রথমে গত ১৮ জুলাই স্থগিত হয় এইচএসসি পরীক্ষা। এরপর ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।
পরে সিদ্ধান্ত হয়, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। তার আগ পর্যন্ত সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয়।
Please follow and like us: