তালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে মতবিনিময় সভা
Post Views:
২০৪
জহর হাসান সাগরঃ সাতক্ষীরার তালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে দায়িত্বপ্রাপ্ত সেনা মেজরের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেজর ইশতিয়াক আহমেদ।এসময় উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মমিনুল ইসলাম পিপিএম, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,তালা উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মো: ওবাইদুল্লাহ, তালা উপজেলা জামায়েত ইসলামের সাবেক আমীর ডা: মাহমুদুল হক তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান,তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,তালা উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মাওলানা তাওহীদুর রহমান,সাংবাদিক ও শিক্ষক গাজী জাহিদুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু,তালা প্রেসক্লাবের যুগ্ম দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,জাতীয়তাবাদী যুবদল নেতা মো: সাইদ প্রমুখ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তালার উপদেষ্টা মীর তমালের নেতৃত্বে ছাত্ররা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। সভায় তালায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক আহমেদ বলেন, উপজেলার কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে শাস্তি পেতে হবে। এসময় তিনি রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।