খলিষখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট
তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালীতে সংখ্যালগু সম্প্রদায়ে বাড়িতে হামলা ও লুটপাট করেছে দূর্বিত্তরা। এসময় বাড়ি ভাংচুর সহ মালামাল লুট করে নিয়েছে তারা বলে এমন অভিযোগ ভুক্তভোগীর। মঙ্গলবার রাতে খলিষখালী এলাকায় এসব ঘটনা ঘটে।খলিষখালী এলাকার বিশ্বাজিৎ লাহেড়ী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কিছু দূর্বিত্তরা মুখ বেঁধে বাড়িতে প্রবেশ করে। ওই সময় তারা বাড়ি ভাংচুর করে নগদ ৭০হাজার টাকা সহ ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তিনি আরো জানান, তাকে বেদমমারপিট করে দূর্বিত্তরা ১৫দিন পরে আবার আসবে বলে জানিয়ে যায়। এমন অবস্তায় তিনি প্রসানের সুদৃষ্টি কামনা করেছেন ।হাজরাপাড়া গ্রামের বাপ্পী লাহেড়ী জানান,রাতে একদল দূর্বিত্ত তার বাড়িতে প্রবেশ করে। ওই সময় তারা বাড়ি ও মন্দির ভাংচুর করে। সব শেষে মালামাল লুট করে তাদের রান্না ঘরে আগুন জানিলে দেয়। পরবর্তীতে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।কাদিকাটি গ্রামের নীল কমল দাস, বিল্লু দাস ও সজ্ঞয় দাস জানান,শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে স্থানীয় কিছু দূর্বিত্ত তাদের বাড়িতে হামলা ও লুট পাট চালায়। বর্তমানে তারা আতঙ্ক গ্রস্থ হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।মকসুদপুর এলাকার বিধান দাশ, বিশ্বনাথ সহ জানান, খলিষখালীতে রাত হলে চলছে সংখ্যালগু সম্প্রদায়ের উপর নির্মম অত্যাচার। মঙ্গবার ভোর রাতে দূর্বিত্তরা তাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে নিয়ে গেছে। এসময় তাদের বাড়ি ও দোকানে কয়েক লক্ষ টাকার মালমাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা।
খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সমীর দাশ জানান, সোমবার রাতে তার বাড়িতে হামলা চালিয়েছে একদল দূর্বিত্ত । এসময় তারা বাড়ি ভাংচুর সহ মালামাল লুট করে নিয়ে গেছে।বর্তমানে তারা তাকে হত্যা করার জন্য খু্ঁজে বেড়ানোর কারনে তিনি প্রান ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
খলিষখালী ইউনিয়নের দফাদার শের আলী জানান, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদ ত্যাগের পর থেকে বর্তমানে এলাকায় আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। কিছু লোক এলাকায় সংখ্যালগুর বাড়িতে লুটপাট সহ হত্যা করার জন্য তালিকা করে বেড়াচ্ছে ।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন জানান,পরিস্তিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া এলাকায় লুটাপাট বন্ধ করার জন্য স্থানীয় বি.এন.পি নেতারা রাত জেগে পাহারা দিচ্ছে।
Please follow and like us: