বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কলারোয়ায় গায়েবানা জানাজা
Post Views:
৯৬
কামরুল হাসানঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কলারোয়া ফুটবল ময়দানে মঙ্গলবার বিকেলে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গায়েবানা জানাজা পূর্ব আলোচনায় বলেন, আন্দোলনের সকল শহীদ জাতীয় বীরের মর্যাদা অর্জন করেছেন। আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন কোথাও সহিংসতা আমরা দেখতে চাই না। চাই না কোনো প্রতিহিংসা। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয় রক্ষাসহ তাদের সকল ধরনের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক কাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এই গায়েবানা জানাজাপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইউনুস আলী,কলারোয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম, খুলনা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাঈদ হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাকিবুর রহমান প্রমুখ। আলোচনাপর্ব সঞ্চালন করেন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বোরহান সাদিক। গায়েবানা জানাজায় ইমামতি করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলি।