সাতক্ষীরায় একদফা দাবীতে ছাত্র ও জনতার বিক্ষোভ মিছিল, অন্যদিকে আ.লীগের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি :
ছাত্র ও জনতার এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে সাতক্ষীরায় অগ্নিসংযোগ করে প্রতিবাদ করেছে আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকায় যুবলীগের ব্যানার টেনে ছিড়ে ফেলে তাতে অগ্নিসংযোগ করা হয়।
এর আগে আন্দোলনকারীরা খুলনা মোড়ে মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে বিশাল মিছিল নিয়ে বের হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র্যাব শহরে মোতায়েন করা হয়েছে। যেকোন সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে এক দফা আন্দোলনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামীলীগ। শহরের পোস্ট অফিস মোড়ে এই আয়োজন করা হয়। এতে জেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। কর্মসূচিতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতি ছাড়াও আ.লীগ ও তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।