১৫ আগস্ট জাতীয় শোক দবিস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও শোক র্যালি অনুষ্ঠতি
নিজস্ব প্রতিনিধি:
১৫ আগস্ট জাতীয় শোক দবিস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও শোক র্যালি অনুষ্ঠতি হয়ছে।ে বৃহস্পতবিার সকাল ১১টায় শহররে শহীদ রমিু চত্বরে জলো মুক্তযিোদ্ধা সংসদে জলো আওয়ামী লীগরে অস্থায়ী র্কাযালয়ে আলোচনা সভা শষেে দুপুর ১২টায় জলো আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠণরে পক্ষ থকেে একটি শোক র্যালি বরে হয়ে শহররে প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি কর।
সাতক্ষীরা জলো আওয়ামী লীগরে সহসভাপতি বীর মুক্তযিোদ্ধা অধ্যাপক আবু আহম্মদে এর সভাপতত্বিে শোকসভায় বক্তব্য দনে সাতক্ষীরা জলো আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংসদ ফরিোজ আহমদে স্বপন , সংরক্ষতি মহলিা আসনরে সাংসদ লায়লা পারভীন সঁেজুত,ি জলো আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাংগঠণকি সম্পাদক কাজী আক্তার হোসনে, জলো যুবলীগরে আহবায়ক মজিানুর রহমান, সদর উপজলো আওয়ামী লীগরে সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর আওয়ামী লীগরে সভাপতি শখে আবু নাসরে, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসনে প্রমুখ।
বক্তারা বলনে, ১৯৭৫ সালরে ১৫ আগষ্ট স্বাধীন বাংলাদশেরে স্থপতি বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমান, তার সহর্ধমীনি বগেম ফজতিালুন্নছো মুজবিসহ পরবিাররে সকল সদস্যকে নর্মিমভাবে হত্যা করা হয়। সইে দনিটকিে স্মরণ করে বাংলাদশে আওয়ামী লীগ ও মুক্তযিুদ্ধরে চতেনার সকল শক্তি পহলো আগষ্ট থকেে মাসব্যাপি শোকরে মাস হসিবেে কালো ব্যাজ ধারণ কর।ে এই মৃত্যর শোককে শক্ততিে রুপান্তরতি করে ঐক্যবদ্ধ আন্দোলনরে মধ্য দয়িে সম্প্রতি দশেে সৃষ্ট অরাজকতাকে প্রতহিত করতে হব।ে এজন্য সকলকে ভদোভদে ভুলে একসাথে আন্দোলন সংগ্রামে অংশ নয়িে র্বতমান পরস্থিতিি মোকাবলোয় র্বতমান সরকাররে প্রধানমন্ত্রী শখে হাসনিার হাতকে শক্তশিালী করতে হব।