কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতক্ষীরায় ৬ এচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর
আসাদুজ্জামান:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া ৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। শুক্রবার সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক মোঃ সালাহ উদ্দীন আহমেদ তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া শিক্ষার্থীরা রাত ৮টায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের কাজী কামরুল হাসানের ছেলে কাজী সাকিব হাসান (১৯), সাতক্ষীরা শহরের ইটাগাছার রফিকুল ইসলামের ছেলে তাসিন ফারহান নিলয় (২২), দেবহাটার জগন্নাথপুর গ্রামের সাঈদুর রহমানের ছেলে ফাহিম হোসেন রনি (১৯), একই গ্রামের নুরুন্নবীর ছেলে জাহিদ হোসেন (১৯), দেবী শহর গ্রামের আফছার আলীর ছেলে আসাদুল্লাহ ওরফে আকাশ (২০) ও সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গীর শেখ সাইফুল ইসলামের ছেলে শেখ নাফিজুল ইসলাম (২০)।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান জানান, গত ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সদর থানার সামনে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানার উপপরিদর্শক ব্রজকিশোর পাল বাদি হয়ে ১৮ জুলাই থানায় একটি মামলা (থানা মামলা নংÑ৩৪/২৪ ও জিআর-৩৩৯/২৪) দায়ের করেন। মামলায় ১৬জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ১৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৯ জুলাই প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। পরদিন ছয়জন এইচএসসি পরীক্ষার্থীসহ সাতজনকে কারাগার থেকে থানা হেফাজতে আনা হয়। গত পহেলা আগষ্ট তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি আরো জানান, রিমান্ড শেষে কারাগারে থাকা ছয়জন এইচএসসি পরীক্ষার্থীর পক্ষে শুক্রবার ছুটির দিনে দায়িত্বে থাকা সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকের কাছে বিশেষ বিবেচনায় জামিন আবেদন করেন, অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. হাসিবসহ কয়েকজন আইনজীবী। এ সময় তিনি (মেহেদী হাসান) রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক তাদেরকে পরীক্ষা দেওয়ার সুবিধার্থে জামিন মঞ্জুর করেন। সন্ধ্যার পর জামিন পাওয়া শিক্ষার্থীদের জামিননামা সাতক্ষীরা কারাফটকে পৌঁছানোর পর তা যাঁচাই বাছাই শেষে রাত ৮টার দিকে কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
সাতক্ষীরা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ বিবেচনায় ছয় এইচএসসি পরীক্ষার্থীর জামিন হওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনেক খুশী হয়েছেন এবং আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।