সাতক্ষীরার সীমান্ত থেকে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত থেকে চারটি সোনার বারসহ ইয়াকুব আলী (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।আটক মো. ইয়াকুব আলী কলারেনায়া উপজেলার রাজপুর গ্রামের মৃত্যু সাদেক আলী সরদারের ছেলে।সোমবার সকালে তাকে সদর উপজেলার ভাদিয়ালি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।সোমবার (২৯ জুলাই) দুপুরে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক প্রেসবিফিংএ তথ্য নিশ্চিত করেছেন।বিজিবি অধিনায়ক মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদ পেয়ে সকাল৬টার দিকে বিজিপির একটি দল ভোরে ভাদিয়ালী সীমান্তে অভিযান চালায়।এসময় ইয়াকুব আলীকে আটক করে।পরে তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় চারটি সোনার বার পায়। তিনি আরো জানান,জব্দকৃত স্বর্ণের ওজন ১কেজি ৮৯৫গ্রাম যার বাজার মূল্য ১কোটি ৯৫ লক্ষ ৯হাজার ৯৫টাকা। আটক হওয়া ইয়াকুব আলীকে কলারোয়া থানায় হস্তানর করে তার বিরুদ্ধে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
Please follow and like us: