শ্যামনগরে কৃষক লীগ নেতা কাসেম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা এলাকার কৃষকলীগের সভাপতি কাসেম আলী কাগুজিক কুপিয়ে হত্যা মামলার আসামী সালাহ উদ্দিন গাজীকে গ্রেফতার করেছে র্যাব।সোমবার ভোর রাতে তাকে দেবহাটা উপজেলার সাকদাহ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সালাউদ্দীন শ্যামনগর উপজেলার খোলপেটুয়া এলাকার মৃত রুহুল আমিন গাজীর ছেলে। সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব ।
প্রেসবিজ্ঞপ্তিত থেকে জান যায়, হত্যাকান্ডের স্বীকার হওয়া কাসেম কাগুচির সাথে বাড়ির পাশে ২৫বিঘা একটি মৎস ঘেরে বিরোধ ছিল একই এলাকার সালাউদ্দীন গাজী, আবু মুসা সহ কয়েকজনের সাথে বিরোধ ছিল ।গত ৫জুলাই রাতে প্রতিদিনে মত কাসেম ও তার স্ত্রী ঘেরে পাহারা দিতে যায়।রাত সাড়ে ১২টার দিকে আসামীরা সহ কয়েকজন ঘেরে প্রবেশ করে।এরপর স্ত্রীকে বেঁধে রেখে তারা কৃষকলীগ নেতা কাসেম কাগুচিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।পরে পুলিশ লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।ওই দিন বিকালে সালাউদ্দীন গাজী সহ ৮ জনকে আসামীকে করে শ্যামনগর থানার একটি হত্যা মামলা করেন কাসেমের স্ত্রী। এরপরথেকে আসামীরা পলাতক ছিল। সকালে গোপন সংবাদে ভিত্তিতে দেবহাটা থেকে মামলা প্রধান আসামী সালাহ উদ্দীন গাজীকে গ্রেফতার করে র্যাব।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়া মামলার অন্য আসামীরা র্যাবের গোয়েন্দা নজরদারীতে রয়েছে।