ম্যাচসেরা খেলোয়াড় ডি মারিয়া, অশ্রুসিক্ত নয়নে বিদায়
স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা। ম্যাচটিতে কলম্বিয়ানদের ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। টুর্নামেন্টের গত আসরে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।
সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে হারিয়ে কোপায় সর্বকালের সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে আর্জেন্টিনা। এটি আলবিসেলেস্তাদের ১৬তম শিরোপা। এর আগে আর্জেন্টিনার সমান ১৫টি শিরোপা জিতেছিল উরুগুয়ে।
আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রিয় দলকে বিদায় জানানোর সময়টা দারুণ ছিল এই আর্জেন্টাইনের।
নিজের শেষ ম্যাচে দলকে বড় একটি শিরোপ উপহার দিতে পেরেছেন ডি মারিয়া। ম্যাচটিতে ম্যান অব দ্য ফাইনালও নির্বাচিত হয়েছেন তিনি। তবে উৎফুল্ল ডি মারিয়া আনন্দ আড়াল করতে পারেনি বিদায়লগ্নে কষ্টের অশ্রুকে।
আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি আজ শেষবারের মতো খুলতে হবে ডি মারিয়াকে। যে কারণে ম্যাচ শেষে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। অক্ষিকোটর থেকে নিজের অজান্তেই বেরিয়েছে অশ্রুধারা।
বিদায়ী ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে কথা বলেছেন ডি মারিয়া। হয়তো কী বলবেন খুঁজে পাচ্ছিলেন না। তবু একটি লাইন বলেছিলেন এই তারকা। তিনি বলেন, ‘এভাবে জাতীয় দল থেকে অবসর নেয়া আমার স্বপ্ন ছিল। আর্জেন্টিনা আমার ভালোবাসা এবং আমার দেশ। ধন্যবাদ।’
এর আগে ২০২৩ সালের নভেম্বরে নিজের অবসরের পরিকল্পনা জানিয়েছিলেন ডি মারিয়া। তখন তিনি বলেছিলেন, ২০২৪ সালের কোপা আমেরিকাতেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলবেন। সে হিসেবে আজ রোমাঞ্চকর ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪৪ ম্যাচে ৩১ গোল করা ডি মারিয়া।