দেবহাটায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষমাত্রা পূরণ বিষয়ক সভা
স্টাফ রিপোর্টার: দেবহাটায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষমাত্রা পূরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকাল ৩টায় দেবহাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন এবং শিক্ষা ও আইসিটি) মো. হুসাইন শওকত।বিশেষ অতিথি ছিলেন ,দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।সভায় কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল সহ প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষমাত্রা পূরণে কুলিয়া ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সচিবের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।