আশাশুনির প্রতাপনগরের সড়ক পূনঃনির্মানের দাবিতে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি ঃ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ থেকে কুড়িকাহুনিয়া পর্যন্ত পানিতে নিমজ্জিত সড়কটি পূণঃনির্মনের দাবীতে নৌকায় ও সড়কের উপর দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। প্রতাপনগর ইউনিয়নবাসীর ব্যানারে সোমবার (১৫ জুলাই) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ থেকে কুড়িকাহুনিয়া পর্যন্ত ৫টি গ্রামের চলাচলের একমাত্র সড়কটি ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। সড়কটি দীর্ঘ ৪বছর যাবত জোয়ারের পানিতে নিমজ্জিত থাকায় সাধারন মানুষসহ স্কুল ও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থী, অসুস্থ রোগী, গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলা শহর ও উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। অথচ সড়কের মাঝখানে তৈরি হয়েছে কৃত্রিম খাল। কিন্তু সড়কটি দীর্ঘ চার বছর ক্ষতিগ্রস্ত হয়ে পােিত নিমজ্জিত হলেও মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি। এরফলে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বক্তারা এসময় পানিতে নিমজ্জিত উক্ত সড়কটি পূণঃনির্মনের জন্য সংশ্লিষ্ট দপ্তরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সাংবাদিক মিলন বিশ্বাস এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজকর্মী নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক মাছুম বিল্লাহ, শিক্ষক আলগীর হোসেন, সিরাজুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী আবুল খায়ের, ভ্যান শ্রমিক রিয়াসা আলী, মটরশ্রমিক হাবিবুর রহমান, ভুক্তভোগী মৌছানা খাতুন প্রমুখ।