তালায় জাতীয় শ্রমিক লীগের সেলিমকে সভাপতি পদে বহাল
Post Views:
১৮৫
জহর হাসান সাগর ঃ তালা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম হোসেন কে সভাপতি পদে পূর্ণ বহাল করা হয়েছে। ররিবার (১৪ জুলাই) সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০২৩ সালে ২৮ সেপ্টেম্বর খুলনা ডুমুরিয়া থানা পুলিশ অপহরণ মামলায় তালা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম হোসেন গ্রেফতার করে। তাকে সাময়িক সভাপতি পদ থেকে অব্যহতি দেওয়া হয়। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে তার বিরুদ্ধে অভিযোগ সমূহ আদালত কর্তৃক মামলটি মিথ্যা প্রমাণিত হওয়ায় মোঃ সেলিম হোসেনকে জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সভাপতি পদে পূর্ণ বহাল করা হইল।