কলারোয়ায় পূর্ব শত্র্রুতার জের ধরে খাদ্যে বিষ দিয়ে ৩৫টি হাস-মুরগী হত্যার অভিযোগ
জুলফিকার আলী: কলারোয়ায় পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষরা খাদ্যে বিষ দিয়ে ১০হাজার টাকা মূল্যের হাস-মুরগী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক ৭জুলাই সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত ভাবে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে-উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলামের কন্যা তুলি খাতুন ও আতিয়ার রহমানের কন্যা রাবিয়া খাতুন জানান-তাদের বাড়ীতে হাস ও মুরগী পালন করেন। পূর্বশত্রতার জের ধরে একই গ্রামের আ: আলীর ছেলে জাহাঙ্গীর আলম ধানের সাথে বিষ মিশিয়ে বাড়ীর পাশে হলুদ ক্ষেতে ছড়িয়ে দেয়া। পরে ওই হলুদ ক্ষেতে মুরগী ও হাস যেয়ে বিষ মিশ্রিত ধান খেয়ে ৩৫টি হাস ও মুরগী মারা যায়। যার বাজার মূল্যে প্রায় ১০ হাজার টাকা। এবিষয়ে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন বলেন-গ্রামে হাস ও মুরগী মারার একটি অভিযোগ তার দপ্তরে এসেছে। তিনি উভয় পক্ষকে ডেকে সত্য মিথ্যা যাচাই করে বিষয়টি মিমাংশা করবেন।