হারার পর ব্রাজিল সমর্থকদের দল বদলানোর হিড়িক

স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরেছে ব্রাজিল। টাইব্রেকারে পরাজয়ের পর সেলেসাওদের পারফরম্যান্সে যারপরনাই বিরক্ত দলটির সমর্থকরা। এ অবস্থায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ত্যাগের ঘোষণা দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের আলিজায়ান্ট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ব্রাজিল-উরুগুয়ে দুই দলের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে।

ম্যাচ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনন্দে মেতে উঠেছেন আর্জেন্টিনা সমর্থকরা। অন্যদিকে কিছু ব্রাজিল সমর্থক নিজেকে আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন। আবার কেউ কেউ ব্রাজিল দল আর সমর্থন করবেন না বলেও পোস্ট দিচ্ছেন।

সজীব চক্রবর্তী কাব্য নামের এক ফুটবলভক্ত লিখেছেন, কট্টরপন্থি ব্রাজিল সমর্থক হিসেবে লজ্জিত! আজ থেকে ব্রাজিল সমর্থন ত্যাগ করলাম। ফুটবল বুঝতে শেখার পরপরই কোন কারন ছাড়াই সাপোর্ট করা শুরু করেছিলাম, গত ১৭ বছর ধরে সাপোর্ট করেই গেছি। বাট এদের খেলার ধরন যে আর মডার্ন ফুটবলের সাথে যায় না এইটা এরা আমলে নেয়া দূরে থাক বুঝে কিনা সেইটাই জানা নাই। একটা টিম গেইম খেলতে এসে যে যার মতন ছন্নছাড়া খেলে, হুদাই অমুক স্টার, তমুক ট্যালেন্ট বলে আমরা লাফাই।

তিনি আরো লেখেন, বারবার এদের জঘন্য খেলা এবং জঘন্য স্ট্রাটেজি ডিফেন্ড করে গেছি। কোন প্লান, কোন স্ট্রাটেজি না থাকা একটা দলরে হুদাই সাপোর্ট করে যাওয়ার কোন মানেই হয় না! এই দল, এই দেশের ফেডারেশন এমন ডেডিকেটেড ফ্যানবেইজ ডিজার্ভই করে না। নিজের দেশ হইলেও তাও একটা কথা ছিলো গালিটালি দিয়ে আবার খেলা দেখতে বসতাম। কিন্তু সাত সমুদ্দুর দূরের এক দেশ, ব্রেইনলেস একটা টিম আর বোর্ড, জাস্ট খেলা লাগে তাই খেলে, এরা সাপোর্ট ডিজার্ভই করে না।

এই ভক্ত কাকে ভবিষ্যতে কাকে সমর্থন করবেন সেটি জানিয়ে লিখেছেন, এখন থেকে যখন যে ম্যাচ দেখার সুযোগ পাবো সেই ম্যাচে যাদের খেলা ভালো লাগবে তাদেরই সাপোর্ট করবো। এখন থেকে ফুটবলের সমর্থক এবং ভালো খেলার সমর্থক।

আবার কেউ কেউ আগে ব্রাজিল সমর্থক থাকলেও আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর থেকে এই দলের সমর্থক হয়ে গেছেন, এসব লিখেও পোস্ট করছেন। মোট কথায় ফুটবলপ্রেমীদের নানারকম পোস্টে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

এছাড়া অনেক আর্জেন্টাইন সমর্থক ব্রাজিলকে ফাইনালে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তবে সেলেসাওদের বিদায়ে কোপা আমেরিকার উত্তেজনা যে অনেকটা কমে গেল, তা বলাই যায়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)