ইউরোর সেমিফাইনালের দল ও ম্যাচসূচি
স্পোর্টস ডেস্ক:
জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে চার সেমিফাইনালিস্ট। ২৪ দল নিয়ে শুরু হওয়া ফুটবলের এ আসর থেমেছে ৪ দলে।
গতকাল নিশ্চিত হয়ে গিয়েছিল সেমির ২ দল। শনিবার (৬ জুলাই) সুইজারল্যান্ড আর তুরস্ককে বিদায় করে শেষ দুই দল হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন ও ফ্রান্স।
এবার ফাইনালে ওঠার লড়াই। আগামী ১০ ও ১১ জুলাই হবে দুই সেমিফাইনাল। শেষ চারের লড়াইয়ের আগে তিন দিনের বিরতি পাচ্ছে চার দলের ফুটবলাররা। সেমিফাইনালে ওঠার ম্যাচ দুইটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়।
আগামী ১০ জুলাই জার্মানির মিউনিখে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে হবে ফ্রান্স ও স্পেন। দুই দলের জমজমাট লড়াই শেষে ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ডর্টমুন্ডে লড়বে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড।
ইউরো ২০২৪ এর সেমিফাইনালের সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু সময়
১০ জুলাই স্পেন বনাম ফ্রান্স মিউনিখ রাত ১টা
১১ জুলাই নেদারল্যান্ড বনাম ইংল্যান্ড ডর্টমুন্ড রাত ১টা