তালাক দেওয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপ করল স্বামী
নিউজ ডেস্ক:
নেত্রকোণার কেন্দুয়ায় স্বামীকে তালাক দেওয়ার ঘটনার জেরে স্ত্রীর গায়ে শরীরে দাহ্য পদার্থ (এসিড) নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার (৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কান্দিউড়া ইউপির ব্রাহ্মণজাত গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ হাফসা আক্তার ব্রাহ্মণজাত গ্রামের মৃত বজলুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০০৭ সালে উপজেলার মাসকা গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে হুমায়ূন কবীরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় হাফসা আক্তারের। বিয়ে কিছুদিন পরই তাদের দাম্পত্য কলহ শুরু হয়। এভাবেই কেটে যায় প্রায় ১৭ বছর। কলহের জেরে গত ঈদের পরের দিন হাফসা আক্তার তার বাবার বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার কাজী অফিসে গিয়ে স্বামীকে তালাক দেন। এ খবর পেয়ে ক্ষুব্ধ স্বামী বাকি শুক্রবার (৫ জুলাই) রাতে স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছেন হাফসার পরিবারের সদস্যরা। পরে চোখ, মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হওয়া হাফসা আক্তারকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দগ্ধ হাফসা আক্তার বলেন, আমার স্বামী বেশ কিছুদিন যাবত আমার শরীরে এসিড নিক্ষেপ করা এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। আমি তাকে তালাক দেওয়ার পর সে তাই করেছে। আমি এর ন্যায় বিচার চাই।
স্থানীয় উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কল্যাণী হাসান বলেন, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।