কোপার সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা
স্পোর্টস ডেস্ক:
চলমান কোপা আমেরিকায় উড়ন্ত ফর্মে আর্জেন্টিনা। টুর্নামেন্টে অপরাজিত থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে লা আলবিসেলেস্তেরা।
শুক্রবার কোপার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে (৪-২) গোলে হারিয়ে সেমিতে ওঠে আর্জেন্টিনা। তবে সেসময় তাদের প্রতিপক্ষের নাম জানা যায়নি। অবশেষে জানা গেল সেমিতে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিদ্বন্দ্বী কারা হচ্ছে।
শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে (৪-৩) হারিয়েছে কানাডা। এই জয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিতে পা রেখেছে দ্য রেডসরা। প্রথমবার সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে কানাডা।
এই প্রথমবার কোপা আমেরিকায় খেলছে কানাডা। উত্তর আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে প্রথমবার তারা কোপায় খেলতে নামে। মহাদেশটির তৃতীয় কোনো দল হিসেবে এবার সেমিতেও উঠেছে কানাডা।
এর আগে মেক্সিকো ও হন্ডুরাস উত্তর আমেরিকা থেকে কোপার সেমিফাইনাল খেলেছে।
আগামী বুধবার (১০ জুলাই) প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়, মেটলাইফ স্টেডিয়ামে।