আশাশুনিতে নিষিদ্ধ ট্যাংক বিক্রয়, বিপাকে ক্রেতা
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের এক ব্যবসায়ী ডিলারের কাছ থেকে পানির ট্যাংকি ক্রয় করে বিপাকে পড়েছেন। বিক্রেতা “বিক্রয়ের জন্য নহে” লিখিত ট্যাংকি ক্রেতার অজ্ঞাতে সরবরাহ করে এ সংকটের উদ্ভব ঘটিয়েছেন। এব্যাপারে সংকটগ্রস্ত ক্রেতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বুধহাটা বাজারের ব্যবসায়ী মোহসেন আলীর ছেলে আবু হাসান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্র ও বাদী জানান, তিনি শ্যামনগর সরকারি মহাসিন কলেজ (মসজিদ মার্কেট) এর মেসার্স মৌসুমী কনস্ট্রাকশন (ডিলার) এর নিকট থেকে একটি ২০০০ লিঃ ও একটি ১৫০০ লিঃ পানির ট্যাংক ক্রয় করেন। মাল আনার জন্য তিনি ভ্যান পাঠিয়ে দেন গত ৩ জুলাই। ভ্যান চালক ক্যাশ মেমো ও দুটি পানির ট্যাংকি নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় সকল গ্রাহকের জন্য ব্যবহারযোগ্য ট্যাংকি সরবরাহ না করে ডিলার ১৫০০ লিঃ ট্যাংকিটি এনজিএ লিডার্স এর নাম লিখিত এবং সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও এম্বাসি অফ সুইডেন, “এই ট্যাংকটি বিক্রয়ের জন্য নহে” লিখিত ট্যাংকি সরবরাহ করা হয়েছে। পথিমধ্যে পুলিশের হয়রানীর শিকার হলে তারা মোবাইলে ঐসব লেখা থাকলেও ট্যাংকি বৈধ দাবী করেন। ক্রেতা ব্যবসায়ী আবু হাসান ট্যাংকি বিক্রয় করতে পারছেননা, বিধায় আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন ও ব্যবসায়িক সুনাম বিনষ্টের মুখে পড়েছেন। ব্যবসায়িক নীতি বর্জিত এহেন কর্মকান্ডের প্রতিকার প্রার্থনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এব্যাপারে মেসার্স মৌসুমী কনস্ট্রাকশন কর্তৃপক্ষের সাথে মোবাইলে (০১৯৪১৮৭২০৩৯ নম্বরে) অনেকবার যোগাযোগ করা হলেও রিসিভড করা হয়নি।
Please follow and like us: