আশাশুনিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকাল ১০ টায় আশাশুনি সদর কালামন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদের সেক্রটারী রণজিত কুমার বৈদ্য জানান, উপজেলা কমিটির সিনিঃ সহ সভাপতি অধ্যাপক (অবঃ) সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক হিরুলাল বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা রাজ্যেশ্বর দাশ। প্রধান বক্তা ছিলেন সেক্রটারী রনজিত কুমার বৈদ্য। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে মজবুত করতে কাজ করে যাব। জেলা ও কেন্দ্রেরর সমন্বয়ে আগামীতে পূজা উদযাপন পরিষদকে শক্তিশালী সংগঠন হিসাবে দাঁড়ড় করাতে কাজ করার শফথ করছি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি কালিপদ রায়, সমীরণ কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য ও জেলা যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, নির্বাহী সদস্যবৃন্দ কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দীপু, কুল্যা ইউনিয়ন সভাপতি প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ, দরগাহপুর সভাপতি প্রধান শিক্ষক (অবঃ) সুধাংশু রাহা, বড়দল সেক্রেটারী প্রধান শিক্ষক কালিকিংকর হালদার, খাজরা সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, শ্রীউলা সভাপতি প্রধান শিক্ষক রমেশ চন্দ্র, শোভনালী সভাপতি ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, বুধহাটা সেক্রেটারী অনাঙ্গ দাশ, কাদাকাটি ইউনিয়ন সাবেক সভাপতি সাবেক প্রধান শিক্ষক সুবোধ কুমার এবং উপজেলা ও ইউনিয়ন কমিটির নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় ইতিপূর্বে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত ও ইউনিয়ন কমিটি গঠিত হওয়ায় জেলা ও কেন্দ্রের সাথে কথা বলে উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Please follow and like us: