আগামী প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে- ডা. রুহুল হক এমপি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, ‘স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। কেবলমাত্র স্কুল-কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের পুথিগত শিক্ষায় তাদেরকে আবদ্ধ না রেখে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজ, হস্তশিল্প, কম্পিউটার ও নেটওয়ার্কিং এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তাহলে দেশের পাশাপাশি বিদেশের কর্মক্ষেত্রেও তারা সাফল্য অর্জন করতে পারবে।শুক্রবার সকালে দেবহাটায় প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে সার-বীজ, উন্নত জাতের নারিকেল চারা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রুহুল হক এমপি এসব কথা বলেন।বক্তব্যে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, শিল্প ও বানিজ্য সহ সকল সেক্টরে উন্নয়নের মাইলফলক রচিত হয়েছে। দেশের মানুষের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেয়া হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। সাতক্ষীরায় মেডিকেল কলেজ, বাইপাস সড়ক নির্মাণ, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর উন্নয়ন হয়েছে। শীঘ্রই সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত ফোর লেনের সড়ক নির্মাণ, বসন্তপুর নৌ বন্দর চালু, সাতক্ষীরায় শিল্পাঞ্চল গড়ে তোলা, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়ন, এমনকি পর্যায়ক্রমে নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের কাজও শুরু করা হবে। দেশের চলমান এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন অধ্যাপক ডা. রুহুল হক এমপি।’
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)