সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবা নিয়ে বিশিষ্ট্য জনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফ্রেন্ডশিপ হসপিটাল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সায়েদুজ্জামান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ এর হেড অব কমিউিনকেশন্স তানজিনা শারমিন।ফ্রেন্ডশিপ-এর জনসংযোগ ব্যবস্থাপক জিলফুল মুরাদ শানুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন , শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল ইসলাম, শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. এটিএম সানাউল বাশার, ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগরের পরিচালক লে. কর্ণেল (অব) ডা. মোজাহেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংবাদকর্মীরা । এসময় বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক জনগোষ্ঠী নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। পানির লবনাক্ততার কারণে উচ্চ রক্তচাপ, নারীদের মূত্রনালীর প্রদাহসহ বিভিন্ন সমস্যা দিন দিন বাড়ছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় সরকারি ও বেসরকারি সকল চিকিৎসা সেবা কেন্দ্রগুলোকে আরও সক্রিয় হয়ে এগিয়ে আসার আহŸান জানান তারা। তারা বলেন, ক্লাইমেট চেঞ্জ কিংবা জলবায়ু পরিবর্তন। খেটে খাওয়া অনেক মানুষই এই শব্দের ব্যপকতা না জানলেও এর প্রভাব তাদের জীবনকে করছে বিপন্ন। আগের তুলনায় ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ,পানির লবনাক্ততা বেড়ে যাওয়া এবং নানবিধ স্বাস্থ্য সমস্যা এখন উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জীবন সঙ্গী। উচ্চ রক্তচাপ, নারীদের মূত্রনালীর প্রদাহ, জরায়ুমুখ ক্যান্সারসহ নানাবিধ স্বাস্থ্য সমস্যায় বছরের পর বছরে ধরে ভুগছেন এ অঞ্চলের মানুষ। জলবায়ু পরিবর্তন জনিত সকল ধরনের সমস্যা সমাধানের জন্য ফ্রেন্ডশিপ হাসপাতালসহ শ্যামনগরের সকল চিকিৎসা সেব কেন্দ্রকে আরও বেশি অগ্রণী ভূমিকাল পালন করার আহবান জানান তিনি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)