আশাশুনির খাজরা ও সদর ইউপির উপ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন জমা

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার খাজরা ইউপির চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৪ প্রার্থী ও আশাশুনি সদর ইউনিয়নে একটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করায় খাজরা ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়ে যায়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল উপ নির্বাচনের তফশীল ঘোষণা করার পর বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত খাজরা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মোড়ল, কামাল হোসেন ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম।অপরদিকে আশাশুনি সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর পদে নির্বাচনের জন্য ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা প্রতান করেছেন। তারা হলেন, শাহানারা খাতুন, রাহেনা পারভিন, মোমেনা খাতুন, সুবর্ণা সানা ও সালেহা পারভিন।শুক্রবার (৫ জুলাই) মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১৭ জুলাই ভোট গ্রহন করা হবে বলে সংক্লিষ্ট সুত্রে জানা গেছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)