আশাশুনিতে ৬ লক্ষ টাকার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে অভিযান পরিচালনা করে ১৫টি নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার খোলপেটুয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।২০ মে হতে ২৩ জুলাই সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খোলপেটুয়া নদীতে অবৈধ ভাবে জাল পেতে মৎস্য আহরণ করা হচ্ছিল। অভিযানে ৫ টি বেহুন্দি জাল এবং ১০ টি মশারী জাল আটক করা হয়। আটককৃত জালের মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। পরে আশাশুনি ব্রীজের কাছে নদীর চরে প্রকাশ্যে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।
Please follow and like us: