ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত শিশুদের কথা শোনা বিষয়ক সভা
তালা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে শিশুদের কথা শোনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় প্রকল্পের আওতায় দায়িত্ব বাহক,জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং নিয়োগ কর্তাদের সাথেশিশুদের কথা শোনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল,গাজী আল ইমরান,নির্বাহী পরিচালক সিডিওসহ বুড়িগোয়ালিনি,মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ইউনিয়ন চেয়ারম্যান। আরও উপস্থিত ছিলেন, কাশিমাড়ী,বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ৪ টি ব্রিজ স্কুলের শিক্ষার্থী,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য ও চাকরিদাতাগণ। মিটিং শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বুড়িগোয়ালিনি ব্রিজ স্কুলের একজন শিশুকে ৯ টি উপকরণসহ ফ্যামিলি কিটস ও ডিগনিটি কিটস এর একটি বক্স দিয়ে সহায়তা করেন। সভায় স্কুল থেকে ঝরে পড়া এবং ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত উপস্থিত শিশুরা তাদের নিজেদের কথা এখানে তুলে ধরে। শিশুরা অভাবের কারণে খাতা কলম কিনতে পারে না, প্রাইভেট খরচ দিতে পারেনা তাই তারা সরকারী স্কুলে পড়তে পারেনা। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি না থাকার কারনে তাদের ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যে সকল শিশু উত্তরণের ব্রীজ স্কুলে লেখাপড়া করছে তাদের জন্য উপজেলা পরিষদের মাধ্যমে সরকারী সহায়তা প্রদানের ব্যবস্থা করবেন। ইউনিয়ন চেয়ারম্যানগণ তাদের ইউনিয়নে রেডক্রিসেন্টের সহায়তার যে তালিকা তৈরী করা হচ্ছে সেখানে এই শিশুদের সহায়তা করবেন।