আশাশুনিতে এসিল্যান্ডের সাথে ইউএলএওবৃন্দের মতবিনিময়
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) এর সাথে অফিস স্টাফ ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা ভূমি অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন সোমবার (১ জুলাই) আশাশুনিতে যোগদান করেন। যোগদানের পর অফিস স্টাফ ও বিভিন্ন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি মতবিনিময় করেন। অফিসের প্রধান সহকারী আলাউদ্দীন আল ফরুক, নাজির কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার এমদাদুর রহমান, ইউএলও সদর তারক চন্দ্র মন্ডল, খাজরা আব্দুল হাই, আনুলিয়া যতীন্দ্র নাথ সরকার, বুধহাটা আঃ মজিদসহ সকল ইউএলওবৃন্দ উপস্থিত ছিলেন ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে নবাগত এসি ল্যান্ড রাশেদ হোসাইন বলেন, আমি আপনাদের কাছ থেকে কাজ চাই, সহযোগিতা চাই। কারোদ্বারা যেন মাথানত না হয় সেজন্য সজাগ থাকবেন। তিনি আরও বলেন, সূধীজনের সাথে ভাল ব্যবহার করবেন। কোন কাজ বিশেষ করে ডিসি স্যারের কাজ যেন পেন্ডিং না থাকে সেজন্য দায়িত্বশীলতার সাথে কাজ করতে তিনি দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান শুরুর পূর্বে সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।