দেশে আর জঙ্গিবাদের উত্থান হবে না——–র্যাব ডিজি
ডেস্ক রিপোর্ট:র্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন জঙ্গিবাদ উত্থান হবে না। জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে র্যাব অনেক আধুনিক হয়েছে।সোমবার (১ জুলাই) রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।র্যাব ডিজি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভার্চুয়াল ওয়ার্ল্ডে জঙ্গিদের মতো র্যাবও তৎপর। পলাতক জঙ্গিদের নজরদারি মধ্যে রাখা হয়েছে।
প্রসঙ্গত: ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়। ঐ হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক, ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। পরে সেনা অভিযানে ঐ হামলার প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ ৮ জঙ্গি নিহত হয়।সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করা ঐ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার পর ২০১৮ সালের ২৬ নভেম্বর ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এ মামলায় ১১৩ জন সাক্ষী হাজির করে রাষ্ট্রপক্ষ। ২০১৯ সালের ৭ ডিসেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।গেল বছর অক্টোবরে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি সহিদুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৭ জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। তবে এখনো সেই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি।