কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
Post Views:
১৮০
কামরুল হাসানঃ কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সমাবেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিপুল সংখ্যক অভিভাবকমন্ডলীর সরব উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সম্পর্কে শিক্ষক-অভিভাবকমন্ডলী বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন এসএমসি সদস্য গণপতি বিশ্বাস, সুরাইয়া ইয়াসমিন, আনন্দ দে, তপন বিশ্বাস, পিটিএ সভাপতি জিয়াউর রহমান খান চৌধুরী, অভিভাবক পৌল মন্ডল, হবিবর রহমান, ফারহানা ইয়াসমিন সখী, জেসমিন নাহার, তহমীনা পারভীন, সামছুন্নাহার, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, তজিবুর রহমান প্রমুখ। অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, অভিভাবক আজগর আলী, রবিউল ইসলাম, আলাউদ্দিন, শাহাদাত হোসেন, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মশিউর রহমান।