সাতক্ষীরায় প্রতারক প্রাণনাথ দাস গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
গ্রাহকদের শতকোটি টাকা প্রতারণা করে স্ব-পরিবারে ভারতে পালিয়ে যাওয়া সাতক্ষীরা প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসকে(৪৬)গ্রেফতার করেছে পুলিশ।শনিবার ভোর রাতে তাকে পুরাতন সাতক্ষীরার নিজ বাসা থেকে আটক করা হয়।আটক হওয়া প্রাণনাথ দাস সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়ন দাসের ছেলে ও বর্তমানে পুরাতন সাতক্ষীরার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাননাথ দাস বছর খানেক আগে তার ঋনদান সমিতির গ্রাহকদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়ে স্বপরিবারে ভারতে পালিয়ে যান। এরপর বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে
কয়েক মাস আগে তিনি ভারতে গ্রেফতার হন। এরপর বেশকিছুদিন কারাভোগ শেষে তিনি গোপনে দেশে আসেন তিনি। দেশে আসার পর থেকে তিনি তার সাতক্ষীরা শহরের বাড়িগুলো গোপনে বিক্রি করতে থাকেন ।এরপর বিষয়টি পুলিশের নজরে আসলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, প্রাননাথ দাসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।