মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার পূণঃগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি :
“মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার” এই স্লোগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পূণঃগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মুসসক/কেন্দ্রীয় পত্র-২ জেলা আহবায়ক কমিটি পূণঃগঠন সাতক্ষীরা স্বারকে ০৪/০৬/২০২৪ তারিখে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা স্বাক্ষরিত সাতক্ষীরা জেলার পূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজয় কুমার ঘোষকে আহবায়ক ও মো. আব্দুর রশিদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ও সংগঠনকে শক্তিশালী করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পূণঃগঠিত কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ন আহবায়ক কাজী মিঠু, আশরাফুল হাসান খান চৌধুরী শান্ত, সদস্য-প্রভাস কুমার দাস, মো. জালাল হোসেন, হুমায়ুন কবির মনা, এ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, মো. রফিকুল ইসলাম বাবলু, মো. সাইফুল ইসলাম, মো. রাজু আহমেদ পিয়াল, মো. আলমগীর হোসেন, মো. হুমায়ুন কবির, হাসানুর রহমান নুর, মো. জাহাঙ্গীর আলম লিটন, মো. সাইফুল ইসলাম মিন্টু, মো. সামিউল হাসান সজল, নাদিয়া ইয়াসমিন বিথি, মো. আব্দুর রাশেদ, কাজী রাশেদুল হক ও মো. সাইফুল ইসলাম। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পূণঃগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সাতক্ষীরাবাসী তথা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।