সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকাল ৮ টায় সাতক্ষীরা পিটিআই মাঠে জাতীয় পতাকা ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইসতিয়াক শোভন, সহকারী জেলাপ প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাছুম বিল্লাহ, ডাঃ অপরাজিতা বিশ্বাস প্রমুখ। উদ্বোধনী খেলায় ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন, আবুল আনাম ফরহাদ, মো.হারুন খান, মো. বাবুর আলী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু বলেন, শরীর সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। মোবাইল বাদ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সাতক্ষীরার সৌম্য, মুস্তাফিজ, সাবিনা জাতীয়দলে খেলা করে দেশের মান বিশ্বে পরিচয় ঘটিয়েছে। সাতক্ষীরার মাটি খেলার জন্য একটি উর্বর জায়গা। মাদক থেকে রক্ষা পেতে খেলাধুলা মুখী করতে হবে শিক্ষার্থীদের।