এক ফোন থেকে অন্য ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট নেয়া যাবে কিউআর কোড স্ক্যান করে
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
স্মার্টফোন পরিবর্তনের পর হোয়াটসঅ্যাপের কথোপকথন বা চ্যাট স্থানান্তর নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। তবে মেসেজিং প্ল্যাটফর্মটি এই প্রক্রিয়াকে বেশ সহজ করে দিচ্ছে। যদিও সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
এক স্মার্টফোন থেকে আরেক স্মার্টফোনে চ্যাট স্থানান্তর প্রথমে হোয়াটসঅ্যাপ চ্যাট ড্রাইভে সংরক্ষণ করতে হতো। তারপর নতুন স্মার্টফোনে স্থানান্তর করা যায়। এ প্রক্রিয়াকে আরও সহজ করতে নতুন একটি সুবিধা আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাটি চালু হলে ড্রাইভে চ্যাট না রেখেও শুধু কিউআর কোড স্ক্যান করে এক ফোন থেকে অন্য ফোনে চ্যাট স্থানান্তর করতে পারবেন ব্যবহারকারীরা।
ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, অ্যানড্রয়েডের বেটা সংস্করণ ২.২৪.৯.১৯–এ সুবিধাটি শিগগিরই পরখ করতে পারবেন ব্যবহারকারীরা। এ সুবিধা চালু হলে চ্যাট ব্যাকআপের পাশাপাশি অন্যান্য কনটেন্ট বা আধেয়ও স্থানান্তর করা যাবে বলে ধারণা করা হচ্ছে। যার ফলে কোনো ড্রাইভ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ রাখার প্রয়োজন হবে না।
অবশ্য কিউআর কোড স্ক্যান করে চ্যাট স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এমনকি এ প্রক্রিয়া সম্পন্ন হতে কত দিন লাগবে, সেটিও জানা যায়নি। চ্যাট স্থানান্তরের জন্য আলাদা কোনো কিউআর কোড থাকবে কি না, এটিও স্পষ্ট হওয়া যাবে বেটা সংস্করণ উন্মুক্ত হওয়ার পর।
সূত্র: নিউজ ১৮ ডটকম